দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং আরসিবির (RCB)। ওপেন করতে নামলেন বিরাট কোহলির। অধিনায়ক হিসেবে দলে ফিরলেন ফাফ দুপ্লেসি। গত ম্যাচে দিল্লিকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন শুরুটা ভালোই করলেন বিরাট।
দিল্লি ক্যাপিটালস টিমে ফিরেছেন মিচেন মার্শ। উইকেটে বড় রান উঠবে। এদিকে আরসিবি টিমও ছন্দে আছে। গত ম্যাচে লখনউকে হারিয়ে চার্জড আপ গোটা টিম। বিরাট ও দুপ্লেসি ছাড়াও টিমে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। এসেছেন জোসে হ্যাজেলউড।
আরও পড়ুন: লজ্জার 'রেকর্ড' করলেন রোহিত শর্মা, আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিবার শূন্যতে আউট
এদিন শুরু থেকেই ছন্দে বিরাট। যেন আগে থেকেই ঠিক করে এসেছিলেন। ঘরের মাঠে নেমে বড় রানের পথে বিরাট।