শুরু করেছিলেন বিরাট কোহলি। আর ফিনিশ করে এলেন দীনেশ কার্তিক। বেঙ্গালুরুর ঘরের মাঠে ৪ বল হাতে রেখে ৪ উইকেটে পঞ্জাবকে হারাল আরসিবি। হোলির রাতে চিন্নাস্বামীতে আইপিএলের জয়ের খাতা খুললেন বিরাটরা।
চাপে ছিল আরসিবি
এদিন বিরাটের ব্যাটে ৪৯ বলে ৭৭ রান যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেল দীনেশ কার্তিকের ১০ বলে ২৮ রান। পঞ্জাবের দুই বোলার কাগিসো রাবাদা ও হরপ্রীত ব্রারের দাপটে ম্যাচ কঠিন হয়ে যায় আরসিবির। রাবাদা ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। আর হরপ্রীত খরচ করেন মাত্র ১৩ রান। শেষ তিন ওভারে বাকি ছিল ৩৬ রান। দীনেশ কার্তিক ও মহিপাল লোমর ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করে আসেন।