মঙ্গলবার আইপিএলে (IPL 2022) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএলে এখনও পাঁচটি করে ম্যাচে জিতেছে দুই টিমই। এই ম্যাচে জিতে টিমের আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য আরসিবি অধিনায়ক ফাফ দুপ্লেসির (Faf Duplesis)। এদিকে বাটলারের (Jos Buttler) ব্যাটে ভর করে ফের জয়ের স্বপ্ন দেখছে রাজস্থান রয়্যালসও।
আইপিএলে পরপর দুটি ম্যাচে প্রথম বলে আউট হয়ে যান বিরাট কোহলি। তাই রাজস্থান ম্যাচে বিরাটের পারফরম্যান্সের দিকে নজর থাকবে। তবে বিরাট ছাড়াও ফর্মে আছেন অধিনায়ক দুপ্লেসি,গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকরা। এদিকে রাজস্থান টিমে নজর থাকবে জোস বাটলারের দিকে। আইপিএলের এই মরশুমে তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন বাটলার। আরসিবির বিরুদ্ধেও কি তাঁর ভাল পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন: অলরাউন্ড পারফরম্যান্স ও ব্যাটিং বিভাগে গভীরতাই লখনউ'র জয়ের মন্ত্র
বোলিং আক্রমণও ভাল রাজস্থান রয়্যালসের। টিমে আছেন প্রাসিদ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন ও যুজভেন্দ্র চাহাল। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ১৮টি উইকেট নিয়ে ফেলেছেন তুলে নিয়েছেন। যে কোনও টুর্নামেন্টে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন চাহাল। আরসিবি ম্যাচে তাঁর ওপর অনেকটাই ভরসা করবে দল।