সফল অস্ত্রোপচার আরসিবি-র রজত পাতিদারের (Rajat Patidar)। এবার আইপিএলের আগে চোট পেয়ে বাদ পড়েছিলেন তিনি। ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ছিলেন পাতিদার। গত আইপিএলে একটি সেঞ্চুরিও আসে তাঁর ব্যাট থেকে। প্লে-অফ ম্যাচে ১১২ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। ৮টি ম্যাচে তাঁর গড় রান ছিল ৫৫।
এবার আইপিএলে এখনও পর্যন্ত ছন্দে আছে আরসিবি। বুধবার সোশ্যাল মিডিয়ায় রজত পাতিদার তাঁর অস্ত্রোপচার নিয়ে একটি পোস্ট করেন। তিনি জানান, সফল অস্ত্রোপচার হয়েছে। মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
আরও পড়ুন: হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পেনাল্টিতে জয়, এএফসি কাপে যোগ্যতা অর্জন মোহনবাগানের
এর আগে বিসিসিআই জানিয়েছিল, রজত পাতিদারের অস্ত্রোপচার বেশ খরচসাপেক্ষ। ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করিয়েছেন তিনি।