তিরষ্কৃত আবেশ। ১২ লক্ষ টাকা জরিমান আরসিবি অধিনায়ককে। সোমবার বাকি অন্য কিছু সঙ্গে আইপিএলে আরসিবি বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচের এটাও একটা নির্যাস। মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, মন্থর ওভাররেটে জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আরসিবি অধিনায়ক ডুপ্লেসিকে। আর ম্যাচ জিতে উচ্ছ্বাস দেখাতে গিয়ে নিজের হেলমেট মাটিতে ফেলে দেওয়ার জন্য তিরস্কার করা হয়েছে লখউয়ের ক্রিকেটার আবেশ খানকে।
সোমবার চিন্নাস্বামীর ম্যাচে শেষ তিন ওভারে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। ম্যাচ রেফারির রিপোর্টের উপর ভিত্তি করে মন্থর ওভারেটের কারণে জরিমানা করা হয় ডুপ্লেসিকে। হিসাব কষে দেখা যায় নির্দিষ্ট সময়ে থেকে দু ওভার কম বল করেছে আরসিবি। সেই কারণে, পাঁচের বদলে চার ক্রিকেটারকে ৩০ গজের বাইরে রাখতে পেরেছিল আরসিবি।
অন্যদিকে, ভবিষ্যতে ক্রিকেট গিয়ার মাটিতে ফেলে উচ্ছ্বাস প্রকাশ করার অভিযোগে সতর্ক করা হয়েছে আবেশ খানকে। শেষ বলে দৌড়ে এক রান নিয়েছিলেন আবেশ। তারপরেই উত্তেজনায় মাটিতে ফেলে দেন নিজের হেলফেট। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরণের উচ্ছ্বাস ক্রিকেট মাঠে বরদাস্ত করা হবে না।