বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট (Virat Kohli)। কিন্তু এবার আইপিএলে খারাপ ফর্মে আছেন তিনি। এখনও সেভাবে বড় স্কোর আসেনি বিরাটের ব্যাটে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবার একটু বিশ্রাম নেওয়া উচিত বিরাটের। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়কের (Former Indian Captain) পাশে দাঁড়ালেন আরসিবি অধিনায়ক ফাফ দুপ্লেসি (Faf du Plesis)।
মঙ্গলবার ম্যাচের পর সাক্ষাৎকারের সময় দুপ্লেসি জানান, সেরা ক্রিকেটারদের এমন খারাপ সময় আসে। টিমের কেউ চায় না, ও মাঠের বাইরে থাকুক আর খেলা নিয়ে ভাবুক। দুপ্লেসি জানান, বিরাট অসাধারণ ক্রিকেটার। এখনও দলের আশা, যে কোনও দিন ঘুরে দাঁড়াবেন বিরাট।
আরও পড়ুন: নাইটদের লক্ষ্য মিশন ইডেন, বৃহস্পতিবার আইপিএলে বদলার ম্যাচে প্রতিপক্ষ দিল্লি
৯টি ম্যাচে এখনও পর্যন্ত ১২৮ রান করেছেন বিরাট। পরপর দুই ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফেরেন তিনি। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন বিরাট। ৯ রানে ফেরেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ২৯ রানে হারে আরসিবির।