বিরাটদের হেড কোচ হলেন অ্য়ান্ডি ফ্লাওয়ার। লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেন তিনি। ২০২৪ আইপিএলে আরসিবির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।
২০২১ ও ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস টিমে হেড কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যান্ডি ফ্লাওয়ার। গত মরশুমে দারুণ পারফরম্যান্স করে লখনউ। অধিনায়ক কে এল রাহুল চোট পেয়ে বাদ পড়লেও প্লে-অফে ওঠে টিম। তাই ফ্লাওয়ারকেই হেড কোচ করে আনছে আরসিবি।
পাশাপাশি আরসিবির হেড কোচের পদ হারালেন সঞ্জয় বাঙ্গার। ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন মাইক হেসনও বাদ পড়েছেন আরসিবি টিম থেকে।