আইপিএলে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja। বুধবার একটি বিবৃতি দিয়ে একথা জানায় চেন্নাই সুপার কিংস।
এবার আইপিএল শুরু হওয়ার দুদিন আগে নেতৃত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এবার টুর্নামেন্টে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন জাদেজা। এরপর জাদেজার পরিবর্তে নেতৃত্বে আসেন মাহি। এদিন বিবৃতি দিয়ে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, জাদেজার পাঁজরে বড় চোট লেগেছে। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এরপর খেললে বড় চোট লাগতে পারে। তাই টিমের সিদ্ধান্ত আইপিএলের বাকি ম্যাচে খেলবেন না জাদেজা।
আরও পড়ুন: আইপিএলে দুর্বল হওয়ার জায়গাই নেই, গুজরাটের কাছে ধরাশায়ী হওয়ার পর বললেন গৌতম গম্ভীর
এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ধরতে চোট পেয়েছিলেন জাদেজা। দিল্লির বিরুদ্ধে মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। এই মরশুমে এখনও পর্যন্ত ফর্মে ফেরেননি তিনি। ছাড়তে হয়েছে টিমের নেতৃত্ব। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ১১৬ রান। নিয়েছেন পাঁচ উইকেট।