আগেও উইকেট ঢেকে দৌড়েছিলেন রবীন্দ্র জাদেজা। রবিবার আউট হলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবস্ট্রাকিং দ্য ফিল্ডের অপরাধে আউট হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল জাদেজার পুরনো একটি ভিডিয়ো।
গত ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও একই রকমভাবে উইকেট ঢেকে দৌড়েছিলেন। সেই সময় বোলার উইকেটে বল ছুড়তে গিয়ে জাদেজার গায়ে ছোড়েন। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স আউটের আবেদন করেননি। রাজস্থানের বিরুদ্ধে আউট হতেই সেই ভিডিয়ো এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রবিবার আবেশ খান তখন বল করছিলেন। থার্ড ম্যানের দিকে শট খেলে দুই রান নেওয়ার চেষ্টা করছিলেন জাদেজা। দ্বিতীয় রান নেওয়ার সময় বল ততক্ষণে সঞ্জুর হাতে চলে আসে। ক্রিজে ফেরার সময় উইকেট ঢেকে দু হাত উপরে তুলে দেন। আম্পায়ারের কাছে আবেদন করেন সঞ্জু। এরপরই অবস্ট্রাকিং দ্য ফিল্ডের অফেন্সে আউট হতে হয় জাদেজাকে।