চেন্নাই টেস্টে দুরন্ত পারফর্ম করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। প্রথম টেস্টে ২৮০ রানে জিতেছে ভারত। প্রথম ১০ ইনিংসে ৭৫০ রান করে রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। ১৯৩৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জর্জ হেডলি প্রথম ১০ ইনিংসে ৭৪৭ রান করেন। এবার যশস্বীকে নিয়ে মুখ খুললেন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, "যশস্বী জয়সওয়াল এতটাও ইনোসেন্ট নন। ও অলসও নন। আমি বলতে পারি, ও বয়সে অনেক ছোট। নিজের জন্য পরিশ্রমও করে। যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ভাল খেলেছে। যখন টিম কঠিন সময়ে ছিল, সেই সময় ৫০ রানের পার্টনারশিপ করে ও। যা কঠিন সময় টিমকে সাহায্য় করে।"
জসপ্রীত বুমরার ডেলিভারিতে জাকির হাসানের শটে একটি দুরন্ত ক্যাচ নেন যশস্বী জয়সওয়াল। সেই নিয়েও কথা বলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, "সেকেন্ড স্লিপে দারুণ ফিল্ডার কে এল রাহুল। যশস্বী জয়সওয়াল ওর পরিবর্ত হতে পারে। শর্ট লেগে যেভাবে ক্যাচ ধরেছেন যশস্বী, তা সত্যিই খুব কঠিন। ওর মতো এত ভাল ফিল্ডার চট করে অন্য টিমে থাকে না।"