বৃহস্পতিবার থেকে শুরু ধর্মশালা টেস্ট। কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামবেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২০-২১ বর্ডার গাভাসকর ট্রফিতে প্রতিপক্ষের স্ট্র্যাটেজি জানার জন্য কী করেছিলেন, সেই স্মৃতি রোমান্থন করলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ টেস্টে ১২ উইকেট নেন তিনি। স্টিভ স্মিথ ও লাবুশানেকে একাধিকবার আউট করেন তিনি। অশ্বিন জানান, অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজি জানার জন্য ওই সময় কিছু সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন।
বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার অনুশীলনের ছবি ও ভিডিয়ো সাংবাদিকদের কাছে থেকে সংগ্রহ করতেন রবিচন্দ্রন অশ্বিন। তাই কিছু সাংবাদিকদের সঙ্গে সেই সময় বন্ধুত্ব করেছিলেন তিনি।
কী বলেছেন অশ্বিন
জিও সিনেমায় একটি সাক্ষাৎকারে অশ্বিন বলেন, "কিছু সময় আমি সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। ওদের কাছ থেকে স্মিথ ও লাবুশানের নেটে অনুশীলনের ফুটেজ সংগ্রহ করতাম। যা আমার কাজে লেগেছিল। আমার মনে হয়, প্রত্যেক মানুষই নিরাপত্তাহীনতায় ভোগে। যেই মুহূর্তে প্রতিপক্ষ বুঝে যায়, তুমি তাদের সম্পর্কে অনেকটা জানো, অর্ধেক যুদ্ধ সেখানেই জেতা হয়ে যায়।