Ind Vs Ban : চিপকে ইতিহাস গড়ল ভারত, বাংলাদেশের বিরুদ্ধে জোড়া রেকর্ড অশ্বিনের, ছাপিয়ে গেলেন কুম্বলেকে

Updated : Sep 22, 2024 16:00
|
Editorji News Desk

বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে চিপকে ইতিহাস গড়েছে ভারত। আর ভারত-বাংলাদেশ এই প্রথম টেস্টে দুটি নতুন রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে চতুর্থ ইনিংসে সর্বাধিক উইকেট নিলেন তিনি। আর এই রেকর্ডের জেরেই ছাপিয়ে গেলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেকে।

ম্যাচের তৃতীয় দিনের শেষে অশ্বিন ১৫ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ফলে বর্তমানে অশ্বিন টেস্ট ক্রিকেটে মোট ৯৬টি উইকেট নিয়েছেন। যেখানে অনিল কুম্বলে নিয়েছে ৯৪টি উইকেট। এতদিন ৯৪ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে ছিলেন কুম্বলে। এবার তাঁকে টপকে গেলেন অশ্বিন। 

শুধু অনিল কুম্বলেকে নয়। ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচে অশ্বিন ছুঁয়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কোর্টনি ওয়ালশের রেকর্ড। এদিন উইকেট নেওয়ার পর অশ্বিনের ঝুলিতে আসে মোট ৫১৯ উইকেট। আর কোর্টনি ওয়ালশের ঝুলিতেও ৫১৯ টেস্ট উইকেট রয়েছে। 

শুধু বোলিং নয়, প্রথম দিনে ম্যাচের রাশ ধরেছিলেন অশ্বিন। ভারতের টপ অর্ডার ধসে যাওয়ার পর রীতিমতো চাপে পড়ে গিয়েছিল রোহিত ব্রিগেড। সেই পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাডেজা জুটির অসামান্য লড়াইয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ১১২ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন অশ্বিন। আর তাঁর সেঞ্চুরি বাড়তি অক্সিজেন যোগায় ভারতকে। 

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে খুশি রবিচন্দ্রন অশ্বিন। তাঁর কথায়, চেন্নাইয়ে খেলা মানে সবসময় বিশেষ অনুভূতি। এই স্টেডিয়ামে অনেক টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেট দেখেছেন, সেই পিচে খেলতে পারা এক অন্য অনুভূতি। বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করার সুযোগ ছিল, তিনি সেটাই করেছেন। কিন্তু তিনি বোলিংয়ে পারদর্শী। তাই তিনি একজন বোলারের মতো ভাবেন,একই সঙ্গে ব্যাটিংয়ে মনোযোগ দিচ্ছেন। 

দলের পারফর্ম্যান্স দেখে খুশি অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, বাংলাদেশের বিরুদ্ধে এটি একটি দারুণ ফলাফল। অনেকদিন পর মাঠে নেমে ভাল লাগছে, কিন্তু তাঁদের ভাল প্রস্তুতি ছিল এবং তাঁরা জয় পেয়েছি। পন্থের কামব্যাক নিয়েও ঢালাও প্রশংসা করেছেন হিটম্যান। তাঁর কথায়, পন্থ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তারপরেও তিনি নিজেকে যে ভাবে তৈরি করেছেন তা প্রশংসনীয়।

একটি সুন্দর পিচ, লাল মাটি সবসময় অনেক কিছু উপহার দেয় বলেই মনে করেন ঋষভ পন্থ। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেটে প্রতিটি বলে কিছু না কিছু ঘটতে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন, কিন্তু এখানে তা ঘটেনি। টিম ইন্ডিয়া বড় রান ও উইকেট নিতে ধৈর্য রেখেছিল বলে মনে করেন পন্থ। 

Ravi Ashwin

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও