ধর্মশালা টেস্টে ইতিহাস রবিচন্দ্রন অশ্বিনের। ১০০তম টেস্ট খেলতে নেমে ৩৬টি পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। ভেঙে দিলেন অনিল কুম্বলের রেকর্ড। ৩৫টি পাঁচ উইকেট পাওয়ার নজির ছিল কুম্বলের।
ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে কুলদীপ যাদব ৫ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ৪ উইকেট পান অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৭৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন অশ্বিন। এরপরই রিচার্ড হ্যাডলির সঙ্গে একই আসনে অশ্বিন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক পাঁচ উইকেট পাওয়ার নজির আছে মুথাইয়া মুরলিধরন, শেন ওয়ার্নের। মুরলির দখলে ৬৭টি পাঁচ উইকেট। ৩৭টি পাঁচ উইকেটের রেকর্ড আছে শেন ওয়ার্নের নামের পাশে।
আরও পড়ুন: চোটের কারণে তৃতীয় দিনে মাঠের বাইরে রোহিত শর্মা, IPL খেলতে পারবেন ?