রবিবার থেকে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তার আগে দলকে বার্তা দিলেন প্রাক্তন ভারত অভিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভের কথায়, বিশ্বকাপে সবাই নিজের সেরা দেবে। কিন্তু দেশের মাটিতে প্রতিপক্ষকে কাবু করতে তাঁর মতে ভরসা রাখা উচিত রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং মহম্মদ শামির (Shami) উপরে। রবিবাসরীয় চিপকে ভারতের প্রথম একাদশে এই দু'জনের নাম রাখার পরামর্শ দিলেন মহারাজ।
আরও পড়ুন - কোচ দ্রাবিড়ের আশায় জল ঢাললেন বোর্ড কর্তা, একেবারেই খেলার অবস্থায় নেই শুভমন
তাঁর মতে, অশ্বিন খেললে টিমে বৈচিত্র বাড়বে। আর অস্ট্রেলিয়া টিমে যে কয়েকজন বাঁ হাতি ব্যাটার আছে তাঁদের বিপাকে ফেলার ক্ষমতা রাখেন অশ্বিন। আর পেসারদের মধ্যে শামিকে ভরসা করেন সৌরভ। যদিও শামি ছাড়াও তাঁর ভরসা রয়েছে বুমরা-সিরাজ আর হার্দিকের উপরে। তবে, শামি মাস্ট।