৫ বছরের বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli), দুই অধিনায়কের সঙ্গেই রবি শাস্ত্রীর (Ravi Shastri) সম্পর্ক ছিল খুবই মধুর। কিন্তু, শাস্ত্রী জানিয়েছেন, তিনি ভুল করেই টিম ইন্ডিয়ার কোচের (Team India Coach) দায়িত্ব পেয়েছিলেন।
রবি শাস্ত্রী বলেন, "আমি ধারাভাষ্যের কাজ করছিলাম। আমাকে ওখানে যেতে বলা হয়েছে। আমি গিয়ে আমার সেরা কাজটা করেছি।" রাহুল দ্রাবিড় যে তাঁর সঠিক উত্তরসূরি। সেটাও জানিয়ে দিলেন শাস্ত্রী। তিনি বলেন, "রাহুল দ্রাবিড়ের থেকে কোনও যোগ্য ব্যক্তি ছিল না। দ্রাবিড় সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ওই স্থানে এসেছেন। প্রথমে অনূর্ধ্ব ১৯ টিমের কোচ হয়েছেন। এরপর সিনিয়র দলের দায়িত্ব নেন।"
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনাল্ডো, ক্লাবের কাছে আবেদন পর্তুগিজ তারকার
মহেন্দ্র সিং ধোনির অবসরের পর বিরাট ও শাস্ত্রী জুটি দেশকে অনেক সাফল্য এনে দিয়েছে। শাস্ত্রীর আমলেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে গিয়ে দুবার হারিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড সফরে গিয়েও দারুণ পারফরম্যান্স করেছে টিম। কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও এই জুটি একবারও কোনও আইসিসি ট্রফি এনে দিতে পারেনি। গতবার T20 বিশ্বকাপেও খারাপ পারফরম্যান্স করে টিম। এরপরই শাস্ত্রীর বদলে কোচ হয়ে টিম ইন্ডিয়ার দায়িত্বে আসেন রাহুল দ্রাবিড়।