ইডেনে কলকাতার বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের দুর্ধর্ষ ইনিংস। আর শেষদিকে নেমে কলকাতাকে একাধিক ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিং। আইপিএলের এই সংস্করণে দুই আনক্যাপ ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ সবাই। এই দুই ক্রিকেটারকেই জাতীয় দলে সুযোগ দেওয়ার পরামর্শ রবি শাস্ত্রীর।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচটি পরপর ছয় মেরে ম্যাচ জেতান রিঙ্কু সিং। এর পরই কেকেআরের নায়ক হয়ে যান তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধেও শেষ বলে বাউন্ডারি আসে রিঙ্কুর ব্যাটে। বৃহস্পতিবার ইডেনে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়েন যশস্বী জয়সওয়াল। রবি শাস্ত্রী মনে করছেন, দুজনেরই ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত। এবারই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর T20 বিশ্বকাপ। দুই ফরম্যাটেই এই দুই তারকার সুযোগ পাওয়া উচিত বলে মনে করছেন রবি শাস্ত্রী।
রবি শাস্ত্রী নির্বাচকদের উদ্দেশে জানান, এরা যদি এখন সুযোগ না পায়, তা হলে তৈরি হতে পারবে না।