আন্তর্জাতিক T20 ক্রিকেটে এক নম্বর বোলার হলেন ভারতীয় তারকা রবি বিষ্ণোই। ২৩ বছরের লেগ স্পিনার সিংহাসনচ্যূত করলেন আফগানিস্তানের রশিদ খানকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ T20 ম্যাচে ৯টি উইকেট তুলে নিয়েছেন রবি বিষ্ণোই। তাঁর পারফরম্যান্সে, সিরিজেরও সেরা হয়েছেন তিনি। আইসিসি-র ব়্যাঙ্কিংয়ে ৬৬৫ পয়েন্ট ছিল রবি বিষ্ণোইয়ের। অস্ট্রেলিয়া সিরিজের পর তাঁর পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯৯। রশিদ খানের থেকে ৭ পয়েন্ট বেশি রবির।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, অদ্ভুত আউট হয়ে নজির গড়লেন মুসফিকর রহিম
২০১৭ সালে শেষবার T20 ক্রিকেটে এক নম্বর বোলারে ছিলেন জসপ্রীত বুমরা। এরপর দ্বিতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন রবি বিষ্ণোই।