চলতি মাসের মাঝামাঝি শুরু হবে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। দুই পর্বে ভাগ করে চলবে টুর্নামেন্ট। অংশ নেবে ৩৮টি দল।
আসন্ন রঞ্জি ট্রফি দুই পর্বে হওয়ার কথা আগেই জানা গিয়েছিল। এ বার জানা গেল, রঞ্জির প্রথম পর্ব শুরু হতে পারে ১৬ ফেব্রুয়ারি। চলবে ৫ মার্চ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI এই সূচি তৈরি করছে বলে সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলের নতুন দল লখনউ রিলিজ করল তাদের নতুন লোগো
গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। তবে গোটা দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই প্রতিযোগিতা স্থগিত রাখা হয়। কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়ার কথা কখনওই ভাবা হয়নি। বোর্ড সচিব জয় শাহ আগেই বলেছিলেন, এই প্রতিযোগিতা দুই পর্বে আয়োজন করা হবে।