বিহারের বিরুদ্ধে জয়ী মনোজের বাংলা। বিহারকে এক ইনিংস এবং ২০৪ রানে হারিয়ে জয়ী বাংলা। এই ম্যাচ খেলেই ঘরের মাঠে অবসর নিলেন দলের অধিনায়ক মনোজ তিওয়ারি।
তৃতীয় দিনেই সকাল সকালই বিহারের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। ফলে সহজ জয় আসে মনোজদের ঝুলিতে। ইডেনে জিতেই এবারের রঞ্জি অভিযান শেষ করল বাংলা।
আরও পড়ুন - জিমন্যাস্টিক বিশ্বকাপে পদক বাংলার প্রণতি নায়েক, পঞ্চম স্থানে দীপা কর্মকার
রবিবারে ম্যাচ জয়ের সিংহভাগ কৃতিত্ব মুকেশ কুমারের। এদিন বাংলার বোলিংকে নেতৃত্ব দেন মুকেশ। তিনি একাই ছয়টি উইকেট তুলে নিয়েছেন। বাকি ৪টি উইকেট নিয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল। দলের হয়ে সেঞ্চুরি করেছেন অভিমন্যু ঈশ্বরন