আজ, রবিবারই কী পর্দা উঠতে চলেছে ? ইডেনে কী তা-হলে ঘোষণা হয়ে যাবে ? হ্যাঁ, এদিন রণবীর কাপুরের কলকাতা সফরের আগে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘিরে। রবিবার নতুন ছবির প্রচারে কলকাতায় আসছেন রণবীর কাপুর। কিন্তু সেইসব কে ছাপিয়ে রণবীরের এই সফরের আকর্ষণ তাঁর ইডেন দর্শন। শোনা যাচ্ছে, সৌরভের সঙ্গে দেখা করেই নাকি তাঁরা মাঠে নামবেন। গত কয়েকদিন ধরেই গুঞ্জন সৌরভের বায়োপিকের নায়ককে কেন্দ্র করে। কলকাতায় তার যবনিকা উঠবে কীনা, এখন তার অপেক্ষা।