ভারত-ইংল্যান্ড সিরিজে তিন টেস্টে খেলেছেন রজত পাতিদার। ব্যাটে রান পাচ্ছেন না। প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। তবুও শর্তসাপেক্ষে পাতিদারের উপরই আস্থা রাখতে চাইছেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়েরা। এই টেস্টে রান না পেলে জাতীয় দলের রাস্তা আপাতত বন্ধ হয়ে যাবে তাঁর।
এখনও পর্যন্ত ছটি টেস্ট ইনিংসে সর্বাধিক রান ৩২ রান। টানা ব্যর্থতার পরেও কেন তাঁকে খেলানো হবে! এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট অনুরাগীরা। প্রথমে ঠিক হয় ধর্মশালায় পাতিদারের পরিবর্তে দলে আসবেন কে এল রাহুল। আর রঞ্জি ট্রফির জন্য পাতিদারকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাহুলের চোট ঠিক না হওয়ায়, পাতিদারকে ছাড়তে চাইছেন না রোহিত-দ্রাবিড়রা। সূত্রের খবর, ধর্মশালা টেস্টে প্রথম একাদশে রাখা হবে রজত পাতিদারকে।
আরও পড়ুন: গঙ্গার নিচে ছুটবে মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীই, জানালেন অশ্বিনী বৈষ্ণব
তবে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ধর্মশালা টেস্টে শর্তসাপেক্ষে দলে থাকবেন রজত পাতিদার। এই টেস্টে ভাল পারফরম্যান্স না করতে পারলে, আপাতত জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাবে তাঁর। সিরিজ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। এই সময় পাতিদারকে আরও একটি সুযোগ দিতে চাইছে বোর্ড।