এশিয়া কাপে (Asia Cup 2023) বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan Match) সোমবার নেপালের বিরুদ্ধে নামছে ভারত। আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবারও ভোগাতে পারে বৃষ্টি। ভারত-পাক ম্যাচের গ্রাউন্ড ক্যান্ডিতেই নামবে রোহিত ব্রিগেড। সোমবার বৃষ্টির সম্ভাবনা কতটা!
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে ৬০ শতাংশ বৃষ্টি হতে পারে। দুপুর আড়াইটে নাগাদ টস হওয়ার কথা। সেই সময় ২২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যা ৬টার পর সেই সম্ভাবনা বেড়ে দাঁড়াবে ৬৬ শতাংশ। অর্থাৎ, ভারত-নেপাল ম্যাচেও দ্বিতীয় ইনিংসে বাধা হতে পারে বৃষ্টি। ম্যাচ পন্ড হয়ে যেতে পারে, আবার ওভার কমিয়ে খেলানোও হতে পারে ওই ম্যাচ।
আরও পড়ুন: প্রয়াত হিথ স্ট্রিক, ক্যানসারের আক্রান্ত ছিলেন তিনি
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে, তাতে সমালোচনার শিকার হয়েছেন ব্যাটসম্যানরা। দলের মিডল অর্ডার অনেকটাই ভরসা দিয়েছে। ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া একমাত্র বড় রান করেছেন। নেপালের বিরুদ্ধে খেলা হলে অনায়াসে জয় পেতে পারে ভারত।