ভরা বর্ষায় ভারত-পাক মহারন। শনিবার ক্যান্ডিতে বল গড়াবে তো ? কারণ, সকাল থেকেই যা খবর তাতে ক্যান্ডিতে বৃষ্টি হচ্ছে। ভারতীয় সময় দুপুর তিনটে থেকে ম্যাচ শুরুর কথা।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ে খেলা নাও শুরু হতে পারে। কারণ, সকাল ১০টার পর যে বৃষ্টি শুরু হয়েছে, তা টানা চলতে পারে বিকেল চারটে পর্যন্ত।
আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে খেলছেন কারা ? এশিয়া কাপে ম্যাচে প্রথম একাদশ ঘোষণা পাকিস্তানের
তারপরেও যে আশা আছে, এমনটা এখনই বলা না-ও যেতে পারে। কারণ, এদিন বিকেল এবং সন্ধ্যাতেও বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ।
শনিবার সারা দিনই প্রায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৩৫ কিলোমিটার। তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে ৮৫ শতাংশ।