নতুন প্রতিপক্ষ। নতুন চ্যালেঞ্জ। নতুন সিরিজ। যার প্রস্তুতি শুরু হয়ে গেল। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর আগে ভারতের কোচ গৌতম গম্ভীর জানালেন, কোনও পরীক্ষা নয়, যেমনটা চলছিল, ঠিক তেমনটাই চলবে কিউইদের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
তবে, এই ম্যাচ শুরুর আগে একটা সারপ্রাইজ দেখল বেঙ্গালুরু। গুরু গম্ভীরের ক্যাম্পে যোগ দিলেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। এটা তাঁর নিজের মাঠ। কিউইদের বিরুদ্ধে শো-ডাউনের আগে তিন প্রাক্তন ছাত্র রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থের সঙ্গে জমিয়ে আড্ডা মেরে গেলেন দ্রাবিড়। কিউইদের থেকে এই সিরিজে এগিয়ে থেকে শুরু করবে টিম ইন্ডিয়া। এমনটাই দাবি ভারতের প্রাক্তন কোচের।
এই সিরিজে ভারতকে এগিয়ে রাখছেন আর এক প্রাক্তন। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তিনি জানিয়েছেন, প্রথম টেস্ট উইলিয়ামসনের না থাকা ফ্যাক্টর হবে। পাশাপাশি লাল বলের ক্রিকেটে ভারত যে আগ্রাসণ দেখিয়ে ক্রিকেট খেলছে তাতে এ দেশের মাটিতে লড়তে হবে নিউজিল্যান্ডকে।
এবার কিউইদের বিরুদ্ধে দল সাজাতে গিয়ে চমক দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। বহু বছর পর ঘরের মাঠে সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। রোহিতের ডেপুটি হিসাবে কাজ চালাবেন যশপ্রীত বুমরা। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলবেন না রোহিত। তাঁর বদলে অধিনায়ক হিসাবে বুমরার উপর দায়িত্ব দেওয়া হতে পারে। তার আগে ঘরের মাটিতেই বুমরাকে ঝালিয়ে নিতে চান জাতীয় নির্বাচকরা।