গোটা টুর্নামেন্টে ভাল খেলেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। আত্মবিশ্বাসী, তরুণ তুর্কীরা নিজেদের ১০০ শতাংশ দিয়েছে। আর ফাইনালেও উঠেছে টিম। সামনেই ভারতে বসবে বিশ্বকাপের আসর (World Cup 2023)। ফাইনালের আগের রাতে কলোম্বোর এক হোটেলে টিম মিটিংয়ে বসেন রাহুল দ্রাবিড়, অজিত আগরকর ও রোহিত শর্মা। কী নিয়ে বৈঠক হয়েছে, তা যদিও জানা যায়নি।
তবে রবিবার ফাইনালের আগে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানালেন, বিশ্বকাপের আগে চোট সব টিমকেই ভাবাচ্ছে। অক্ষর প্যাটেল (Axar Patel) চোট পাওয়ার পর চিন্তায় গোটা শিবির। উড়িয়ে আনা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। ম্যাচের আগে সেটাই জানালেন রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে বৃষ্টি হলে কি হবে ? নিয়ম কী বলছে
দ্রাবিড় জানান, "এবার টুর্নামেন্টে ভাল খেলেছে শ্রীলঙ্কা। ভারতও পাল্লা দিয়েছে। ফাইনালটা টানটান হবে। বিশ্বকাপের আগে চোট উদ্বেগ বাড়াচ্ছে সব দলেই। মনে হচ্ছে, বিশ্বকাপের আগে সুস্থ স্কোয়াড পাব।"