সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ব্যর্থ হলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) । সেক্ষেত্রে শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে দলে রাহানেকে জায়গা দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এদিকে, সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং । মাত্র ৫৫ রান করে বাকি সাত উইকেট হারিয়ে ৩২৭ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলীরা ।
শুরুটা হয় লোকেশ রাহুলকে(Kl Rahul) দিয়ে । মাত্র এক রান করে ১২৩ রানের মাথায় আউট হন তিনি । এর পর আউট হন অজিঙ্ক রাহানে । ৪৮ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে ।
আরও পড়ুন, Sourav Ganguly Covid Report: সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল, তিন সদস্যের মেডিকেল টিম গঠন
প্রথম দিনের শেষে ৪০ রানে অপরাজিত ছিলেন রাহানে । দ্বিতীয় দিনে একটি বলও খেলা হয়নি । অন্যদিকে, তৃতীয় দিনে বেশিক্ষণ স্থায়ী হয়নি রাহানে । ৪৮ রানেই আউট হয়ে যান তিনি । সেক্ষেত্রে অর্ধশতরান ফের অধরাই থেকে যায় । টেস্টে ২৩টি ইনিংস খেলে মাত্র দুটি অর্ধ শতরান করে রাহানে ।
গত কয়েক বছর ধরে তাঁর ব্যাটিং গড়ও ক্রমশ কমেছে । ২০১৯ সালে তাঁর ব্যাটিং গড় ছিল ৭২ । অন্যদিকে, ২০২০ সালে ৮টি ইনিংসে ২৭২ রান করে গড় কমে ৩৯-এ নেমে আসে । ২০২১ সালে রাহানের পারফরম্যান্স তো আরও খারাপ । ২২ টি ইনিংস খেলে গড় মাত্র ২০.৮ ।