দেশের ৬৪ শতাংশ মানুষ মনে করেন, জীবনের শেষ আইপিএলে হয়তো চেন্নাই সুপার কিংসকে কাপ তুলে দিয়েই মাঠ ছাড়বেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুক্রবার উদ্বোধনী ম্যাচে গুজরাতের কাছে হারের পর অনেক প্রাক্তনই মাহির নেতৃত্ব নিয়ে খুশি হতে পারছেন না। তাঁদের মতে, যে দলে বেন স্টোকস, মইন আলির মতো দু জন অলরাউন্ডার আছেন, সেখানে কেন শেষ হবে বল করবেন তুষার দেশপান্ডের মতো বোলার। প্রাক্তনদের মতে বিজয় শঙ্কর আউট হতে ম্যাচ প্রায় কব্জায় করে ফেলছিল চেন্নাই। শেষ ওভারেও সাত রান দূরে ছিল গুজরাত। কিন্তু এই আইপিএলের প্রথম ইমপ্যাক্ট ক্রিকেটার তুষারের ওভার শেষের আগে ম্যাচ ফিনিস হয়ে গেল। যদিও ধোনি মনে করেন, পরিকল্পনা মতোই খেলছে তাঁর দল।
ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন, প্রথম ম্যাচ। তাই অনেক ভুল শুধরে নিতে হয়। সব কিছু প্রথম দিনেই মিলে যাবে, এমনটা নাও হতে পারে। তবে ঋতুরাজের ব্যাটিংয়ে প্রশংসায় মাহি। তিনি জানিয়েছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিণত হতে ঋতুর ব্যাটিং। তিনি আশা করছেন, এই আইপিএলে আরও এমন ইনিংস দেখা যাবে।
এই আইপিএলে প্রথম ম্যাচেই চেন্নাইয়ের আবিস্কার রাজ্যবর্ধন হাঙ্গারেকর। মহারাষ্ট্রের বছর কুড়ির যুবকের প্রশংসায় ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, আইপিএল হল সেই সংসার, যেখানে রাজ্যবর্ধনের মতো বিস্ময়দের জন্ম হয়। ধোনির দাবি, এই ক্রিকেটারের উপর সবার নজর রাখতে হবে। কারণ, রাজ্যবর্ধনরাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।