বৃহস্পতিবার মোহালিতে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস। আইপিএলের ১২টি মরশুম পার হয়ে গিয়েছে।
একাধিক বার কোচ, ক্যাপ্টেনও বদল হয়েছে। কিন্তু শিকে ছেড়েনি পঞ্জাবের। হাতে ওঠেনি আইপিএলের ট্রফি। সেই কারণেই চলতি মরশুমে ক্যাপ্টেন শিখর ধাওয়ান ও কোচ ট্রেভর বেলিসের যুগলবন্দীতে ব্যর্থতা ঢাকতে মরিয়া পঞ্জাব।
অন্যদিকে, শেষ মরশুমের আইপিএলের ট্রফিটি রয়েছে গুজরাটের ঘরে। সেই ট্রফি নিজেদের ঘরে আনতেপুরানো ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে আইপিএলের ময়দানে নামছে পঞ্জাব।