পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবার আইপিএলে ভাল শুরু করেনি রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত ৪ ম্যাচে হেরেছে টিম। এবার রোহিতদের সামনে কঠিন প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতেই ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স।
গত চার ম্যাচেই ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টপ অর্ডার। রান পাননি অধিনায়ক রোহিত শর্মা। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার ইশান কিষাণও। চোট সারিয়ে মাঠে নেমে একমাত্র রান পেয়েছেন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের বোলিং বিভাগে নেতৃত্ব দিচ্ছেন মুরগন অশ্বিন। কিন্তু মুম্বইয়ের বোলিং আক্রমণও এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতে পারেনি। এদিকে এবার টুর্নামেন্টে দারুণ শুরু করেছে পঞ্জাব কিংস। চারটি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে জিতেছে ও ২টি ম্যাচে হেরেছে পঞ্জাব। টপ অর্ডারে এখনও সাফল্য পাননি মায়াঙ্ক আগরওয়াল। টিম ম্যানেজমেন্টের আশা, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই জ্বলে উঠবেন মায়াঙ্ক। ৪ ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন লিভিং লিয়ামস্টোন। বোলিং বিভাগেও দারুণ পারফরম্যান্স করেছে পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৭ উইকেট তুলে নিয়েছেন পঞ্জাবের বোলার রাহুল চাহার। টিমের পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান পেসার কাগিসো রাবাদা।
আরও পড়ুন: কেন উইলিয়ামসনের বড় ইনিংস, গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ
এখনও পর্যন্ত আইপিএলে ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছেন পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে ১৫টি ম্যাচে জিতেছে মুম্বই। ১৩টি ম্যাচে জিতেছে পঞ্জাব কিংস।