আইপিএলে (IPL 2022) ফের হার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। বুধবার পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ১২ রানে হারল রোহিত ব্রিগেড। পঞ্জাবের হয়ে বড় ইনিংস খেলেন মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান। চার উইকেট নেন ক্যারিবিয়ান বোলার ওডিয়ান স্মিথ (Odiyan Smith) । এই নিয়ে এবার আইপিএলে টানা পাঁচবার হারল মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বইয়ের বোলিং আক্রমণকে তছনছ করে দেন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) ও শিখর ধাওয়ান (Sikhar Dhawan)। ৩২ বলে ৫২ রান করেন মায়াঙ্ক। ৫০ বলে ৭০ রান করেন শিখর ধাওয়ান। ১৫ বলে ৩০ রান করেন জিতেশ শর্মা। পাঁচ উইকেটে ১৯৮ রান তোলে পঞ্জাব।
আরও পড়ুন: বৃহস্পতিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের সামনে গুজরাট টাইটান্স, জয়ই লক্ষ্য অধিনায়ক হার্দিকের
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ১৭ বলে ২৮ রান করেন তিনি। ২৫ বলে ৪৯ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। তিলক ভার্মা ২০ বলে ৩৬ ও সূর্যকুমার যাদব ৩০ বলে ৪৩ রান করেন। কিন্তু স্কোরবোর্ডে ১৯৯ রান তাড়া করার জন্য এই ইনিংসও যথেষ্ট ছিল না। দুই ক্যারিবিয়ান বোলার কাগিসো রাবাদা ও ওডিয়ান স্মিথের আক্রমণে ২০ ওভার খেলেও রান তাড়া করতে ব্যর্থ মুম্বই। ২ উইকেট নেন রাবাদা। ৪ উইকেট নেন স্মিথ।