রবিবারই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে। আর সেই দলে জায়গা পেয়েছেন এই আইপিএলের অন্যতম উদীয়মান ক্রিকেটার উমরান মালিক। জাতীয় দলে জায়গা পাওয়া দিনে এই আইপিএল থেকে উমরানে প্রাপ্তি থেকে গেল শেষ ম্যাচে হার। কারণ, মুম্বই পর্বের শেষ দিনেও বিধ্বংসী মেজাজে ব্য়াট করলেন পাঞ্জাবের ইংলিশ ক্রিকেটার লিভিংস্টোন। তাঁর ২২ বলে ৪০ রানে সুবাদে এই আইপিএলে গ্রুপের শেষ ম্য়াচ জিতেই শেষ করল পাঞ্জাব।
বিশ্রামে কেন উইলিয়ামসন। তাই শেষ ম্য়াচে হায়দরাবাদকে নেতৃত্ব দেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। উইলিয়ামসনের বদলি হিসাবে মাঠে নামেন ভারতেকর যুব ক্রিকেটার প্রীয়ম গর্গ। কিন্তু পাঞ্জাবের ন্য়াথন এলিস এবং হরপ্রীত বারের দাপটে মাত্র ১৫৭ রান করেই গুটিয়ে যায় হায়দরাবদ। এলিস এবং বার তিনটি করে উইকেট নেন। হায়দরাবাদের হয়ে উজ্জ্বল অভিষেক শর্মার ৪৩ রান।
১৫.১ ওভারেই এদিন ম্যাচ শেষ করল পাঞ্জাব। মাত্র ৪০ মিনিট মাঠে ছিলেন লিভিংস্টোন। তাতে অপরাজিত ৪৯ রানে ইংনিস। তার আগে অবশ্য পাঞ্জাবের জয়ের ভিত তৈরি করে যান বেয়ারস্ট্রো এবং শিখর ধাওয়ান। তবে শেষ ম্যাচে রান পেলেন না পাঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল।