এবার কাউন্টি ক্রিকেট খেলতে পারেন পৃথ্বী শ। নর্থহ্যাম্পশায়ারের হয়ে নামতে পারেন পৃথ্বী। দলীপ ট্রফি শেষ হলেই বিলেত রওনা দেবেন পৃথ্বী।
টিম ইন্ডিয়ায় দীর্ঘদিন সুযোগ পাননি পৃথ্বী। চলতি আইপিএলে তাঁর ব্যাটে রানই আসেনি। জানা গিয়েছে, পৃথ্বীর ঘনিষ্ঠরা তাঁকে কাউন্টি খেলার পরামর্শ দিয়েছেন। পিটিআই সূত্রে খবর, যদি সবকিছু ঠিকঠাক চলে, ১৯-২২ জুলাই সামারসেটের বিরুদ্ধে মাঠে নামবেন পৃথ্বী।
আরও পড়ুন: টাইব্রেকারে নায়ক গুরপ্রীত, লেবাননকে চার-দুই গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত
১২-১৬ জুলাই দলীপ ট্রফির ফাইনাল। কাউন্টি খেলতে গেলে দেওধর ট্রফি খেলতে পারবেন না পৃথ্বী। আশা করা হচ্ছে, বোর্ড তাঁকে ইংল্যান্ডে খেলতে যাওয়ার অনুমতি দেবে।