রবিবার ভারত-পাকিস্তান মেগা ম্যাচ। নাসাউ স্টেডিয়ামে পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আয়ারল্যান্ড ম্যাচের পরই পিচ নিয়ে মুখ খোলেন রোহিত শর্মা। রবিবার ম্যাচের আগে নিউ ইয়র্কের পিচে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচে যাতে পিচ নিয়ে কোনও অভিযোগ না থাকে, তাই এই ব্যবস্থা আয়োজকদের।
নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অসমান বাউন্স দেখা যায়। কখনও বুকের সমান উঁচু, কখনও হাঁটুর নিচে ছিল বলের লেনথ। আয়োজকরা পিচের ত্রুটি মেনেও নিয়েছেন। তাই ভারত-পাক ম্য়াচের আগে সেরা পিচ তৈরি করার চেষ্টা করছেন আয়োজকরা। পিচে ঘাসও আছে, ফাটলও আছে। ম্যাচের আগে সেই ফাটল মেরামতের চেষ্টা করছেন পিচ কিউরেটররা।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকাও এই রান তুলতে ১৬ ওভার লাগিয়ে দেয়। চারটি উইকেটও হারায়। তখনই পিচ নিয়ে প্রশ্ন ওঠে।