কথায় আছে চল্লিশে চালশে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চল্লিশে যেন আরও চনমনে। যার প্রমাণ গত বৃহস্পতিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ( D Y Patil Stadium) মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে চেন্নাই (CSK) ম্যাচ। আইপিএলেরর (Ipl 2022) ওই ম্যাচে মহেন্দ্র গর্জনেই হেরে গিয়েছে মুম্বই। শেষ ওভারে নিজের ক্যারিশ্মায় ম্যাচ বার করেছেন ভারত ও চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর ২৪ ঘণ্টা কেটে গেলেও শেষ হচ্ছে না ধোনি বন্দনা।
প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহবাগ (Virendra Shewag) লিখেছেন, “এমএস ধোনি-ওম ফিনিশায় নমঃ। দুর্দান্ত জয়।” আর এক প্রাক্তন সতীর্থ হরভজন সিং (Harbhajan Singh) টুইট করেছেন, “ধোনি, ধোনি এবং ধোনি।” সুরেশ রায়নার (Suresh Raina) প্রতিক্রিয়া, “এই ম্যাচটার অপেক্ষায় ছিলাম। এমনই একটা ইনিংসের প্রয়োজন ছিল। মাহি ভাই, দিনের শেষে তোমার এই ব্যাটিং দেখতেই বরাবর ভাল লাগে।” প্রাক্তন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন (Kevin Pitersen) লিখেছেন, “ওর নাম এমএস।” ইয়ান বিশপের (Ian Bishop) প্রতিক্রিয়া, “থালা এমএস ধোনি।”
আরও পড়ুন : বাটলারের অনবদ্য সেঞ্চুরি, ১৫ রানে লড়ে হার দিল্লি ক্যাপিটালসের
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) মুগ্ধ ‘শান্ত’ ধোনির আগ্রাসনে। তিনি ম্যাচের পরে বলেছেন, ‘‘এমন নয় যে, আমরা লড়াই করিনি। বরং উল্টোটাই সত্যি। শুরুর ধাক্কা সামলে ভাল রান এসেছে। সঙ্গে বোলাররাও হিসাব করে নিজেদের কাজটা করেছে। কিন্তু সবাই জানতাম, দিনের শেষে এমএস ধোনি মাথা কতটা ঠান্ডা রেখে ব্যাট করতে পারে। হয়েছেও সেটাই। ও একাই জিতিয়েছে দলকে। সত্যি এ ভাবে ম্যাচ শেষ করে দিতে একমাত্র ধোনিই পারে।’’