পাকিস্তানের পেশোয়ারে(Peshwar) আত্মঘাতী বোমা হামলার(Suicide bomb attack) পর দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার সরকারের পরামর্শে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের স্থান পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB)। শুক্রবার একথা জানান পাক মন্ত্রী শেখ রশিদ আহমেদ(Sheikh Rasheed Ahmad)।
অস্ট্রেলিয়া-পাকিস্তানের(Australia-Pakistan) মধ্যে তিনটি একদিনের ম্যাচ(ODI) এবং একটি টি-টোয়েন্টি(T20) ম্যাচ খেলা হবে। আগে ম্যাচগুলি রাওয়ালপিন্ডিতে(Rawalpindi) খেলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির নিরিখে স্থান পরিবর্তন করে তা লাহোরে(Lahore) নিয়ে আসা হয়। আগামী সোমবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টও(3rd Test) অনুষ্ঠিত হবে লাহোরে।
আরও পড়ুন- IPL 2022: বায়ো বাবলে থেকেও রংয়ের উৎসব পালন, আইপিএলে নামার আগে হোলির শুভেচ্ছা ক্রিকেটারদের
পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক(Political turmoil) অবস্থায় ইসলামাবাদ(Islamabad) এবং পিন্ডিতে বেশকিছু প্রতিবাদ আন্দোলনের আশঙ্কা রয়েছে। ফলে ম্যাচ চলাকালীন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রবল সম্ভাবনা। তাই পাক সরকারের কথা মেনে ম্যাচগুলোকে লাহোরে(Lahore) সরিয়ে আনা হয়েছে, জানান মন্ত্রী শেখ রশিদ আহমেদ(Sheikh Rasheed Ahmad)।
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান একদিনের সিরিজ(AUS-PAK ODI Series)। এই দুই দেশের মধ্যে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি(T20 Match) হবে ৪ এপ্রিল।