গুজরাটের অশ্বমেধের ঘোড়া থামাল সেই পাঞ্জাব কিংস। লিগ তালিকার শীর্ষে থাকা হার্দিকদের থামতে হল ৫ নম্বরে থাকা মায়াঙ্কদের কাছে। এই ম্যাচ জিতে বদলা নেওয়াও সম্পূর্ণ হল পাঞ্জাবের।
প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৪৩ রান। ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান পাননি। দলনেতা হার্দিক এক রান করে ঋষি ধাওয়ানের শিকার হন। ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, রশিদ খানরা ব্যাট হাতে ব্যর্থ। পাঞ্জাবের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নেন কাগিসো রাবাডা।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খায় পাঞ্জাব কিংস। মাত্র এক রানে শামির বলে প্রদীপ সাঙ্গওয়ানের হাতে ক্যাচ তুলে দেন বেয়ারস্টো। এরপর শিখর ধাওয়ান-ভানুকা রাজাপক্ষের ঝোড়ো ব্যাটিংয়ে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় পাঞ্জাব। রাজাপক্ষে ৪০ রানে আউট হওয়ার পর লিভিংস্টোনকে নিয়ে লড়ে যান শিখর। অবশেষে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে মাঠ ছাড়েন ৬২ রানে অপরাজিত শিখর। সঙ্গী লিভিংস্টোনের সংগ্রহ ৩০ রান।