ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলা আরও জটিল হল। কারণ, এবার সরকারি ভাবে নিরাপত্তা নিয়ে বিবৃতি দিল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস না পেলে, কোনও ভাবেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না পাক ক্রিকেট দল। যদিও বেঙ্গালুরুতে সাফ ফুটবলের অংশ নিয়েছে পাকিস্তান। এর আগে পাক বোর্ডের তরফে একাধিবার নিরাপত্তাকে অজুহাত করা হয়েছিল।
বৃহস্পতিবার পাকিস্তানের আপত্তি খারিজ করে দিয়েছিল আইসিসি। পাকিস্তান বোর্ডের দাবি ছিল, তারা আমেদাবাদ, চেন্নাইয়ের মতো শহরে ক্রিকেট খেলবে না। আইসিসি সাফ জানিয়ে দেয়, এই দাবি মানা সম্ভব নয়। কারণ, তাতে ক্রীড়া সূচির উপর প্রভাব পড়বে। মূলত, নিরাপত্তা নিয়ে পাকিস্তানের এই গোঁড়াতুমির কড়া নিন্দাও করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ওয়াকিবহাল মহলের মতে, সুযোগ বুঝে এবার আসরে পাক বিদেশ মন্ত্রক। শুক্রবার তাদের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ভারতের এখনও বেশ কিছু শহর পাক ক্রিকেটারের জন্য নিরাপদ নয়। আর সেই কারণে নিরাপত্তা নিয়ে পূর্ণ রিপোর্ট প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এশিয়া কাপের মতো পাক ক্রিকেট বোর্ড বিশ্বকাপও হাইব্রিড মডেলের খেলার চেষ্টা করছে। যা কার্যত আগেই খারিজ করে দিয়েছে আইসিসি।