বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপ খেলার জন্য ভারতে এসেছে পাকিস্তান। হায়দরাবাদেই রয়েছেন তাঁরা। বাবর এমনকি পাকিস্তানের বিশ্বকাপের টিমের অনেকেই এই প্রথম ভারতে এসেছেন। কেমন আছেন তাঁরা?
এই প্রশ্নই করা হয়েছিল পাক অধিনায়ক বাবরকে। যার উত্তরে তিনি জানিয়েছেন, বহাল তবিয়তেই রয়েছেন তাঁরা। বাবরের কথায়, 'তাঁদের কোনও সমস্যা হয়নি। সব সময় তাঁদের সবরকম খেয়াল রাখা হচ্ছে। দলের সকলেই ভারতে বিশ্বকাপ সফর দারুণ ভাবে উপভোগ করছেন।' এমনকি তাঁরা সকলে ভারতের আতিথেয়তায় মুগ্ধ বলেই জানিয়েছেন বাবর।
ভারত পাকের রাজনৈতিক সমীকরণ কারও অজানা নয়। কিন্তু রাজনৈতিক মতবিরোধ যেমনই থাক, পাক দলের জন্য কড়া নিরাপত্তা মোতায়েন কড়া হয়েছেন। হায়দরাবাদ পুলিশ বাবরদের জন্য পর্যাপ্ত কর্মী নিযুক্ত করেছে। হোটেল থেকে যে কোনও জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজনে গ্রিন করিডর করা হচ্ছে। দলের বাসের সঙ্গেও থাকছে পুলিশের একাধিক গাড়ি। একপ্রকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে পাক দলকে।