পাকিস্তান ক্রিকেটারদের 'পাকি'বলে সম্বোধন করায় শুরু হল বিরাট বিতর্ক। ব্রডকাস্টারদের বিরুদ্ধে কুরুচিকর এবং অপমানজনক শব্দ প্রয়োগের অভিযোগ তোলা হয়েছে। যদিও পুরো বিষয়টি অনিচ্ছাকৃত বলে দাবি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ দলের বিরুদ্ধে খেলতে এখন অস্ট্রেলিয়া সফর করছে পাকিস্তান ক্রিকেট টিম। এই সিরিজের একটি ম্যাচ চলাকালীন মাঠে ব্যাট করছিলেন পাক ব্যাটার ইমান-উল-হক এবং আবদুল্লা সাফিক। অভিযোগ, ওই ম্যাচ চলাকালীন ব্রডকাস্টার সংস্থা Fox Cricket তাদের চ্যানেলের টিকারে 'পাক'-এর বদলে 'পাকি' লেখা শব্দ দেখাতে শুরু করে। পাকি যেহেতু একটি কুরুচিপূর্ণ শব্দ সেকারণে ওই শব্দের প্রয়োগ নিয়ে বিতর্ক দানা বাঁধে।
যদিও বিষয়টি নজরে আসতেই দ্রুত ওই শব্দ পরিবর্তন করা হয়। অস্ট্রেলিয়া ক্রিকেটের তরফে জানানো হয়েছে, এটি ডেটা প্রভাইডারের সমস্যা। কেউ ইচ্ছাকৃতভাবে ওই বানান লেখেনি। স্বয়ংক্রিয়ভাবেই ওই শব্দ লেখা হয়েছে।