আইপিএল খেলতে চান হাসান আলি। কিন্তু পাকিস্তানের এই ক্রিকেটারের ইচ্ছা কী পূরণ হবে ? ভারতের মাটিতে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে মুগ্ধ হয়েছিলেন পাকিস্তানের এই পেসার। ভারত ছাড়ার আগেই জানিয়েছিলেন, সুযোগ পেলে পাকিস্তান ক্রিকেট লিগ ছেড়ে তিনি আইপিএল খেলবেন।
দেশে ফিরে সেখানকার এক টেলিভিশন চ্যানেলে বসেছিলেন হাসান। তিনি জানিয়েছেন, সব ক্রিকেটার চান একবার আইপিএল খেলতে। কারণ ভারতের এই একটি ক্রিকেট টুর্নামেন্ট গোটা বিশ্ব ক্রিকেটকে বদলে দিয়েছে। তাই পাক ক্রিকেটার হিসাবে তাঁর খুব আপশোষ হয়।
২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু একসময় আইপিএল দাপিয়েছেন শোয়েব আখতার, সলমন বাট, কামরান আকমলের মতো পাক তারকারা। শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার আইপিএল জিতেছিল রাজস্থান। সেই দলের তারকা ছিলেন পাক পেসার সোহেল তনভীর।