পাকিস্তান সফর পরে, আগে পাকিস্তান ম্য়াচ। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও এক ঐতিহাসিক ম্য়াচ। তার আগে মাঠের বাইরে চলা যাবতীয় আলোচনা উড়িয়ে একথা জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৫ বছর আগে এই পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের অন্য়তম সদস্য ছিলেন রোহিত শর্মা। রবিবার তাঁর নেতৃত্বেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। মেলবোর্নে মাঠে একইসঙ্গে বদলার ম্য়াচ ভারতের। কারণ, পাকিস্তানের কাছেই হেরেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত।
কিন্তু রোহিতের এই মন্তব্য কেন ? ওয়াকিবহাল মহলের মতে, ভারত-পাক ম্য়াচের আগেই মাঠের বাইরে খেলা শুরু হয়ে গিয়েছে। মূলত দুই ক্রিকেট বোর্ডের কাজিয়া ফের প্রকাশ্যে এসেছে। গত কয়েকদিন আগেই পিসিবি চেয়ারম্য়ান রামিজ রাজা জানিয়েছিলেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আসতে হবে ভারতকে। ভারত না এলে, তাঁরা বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন না। জবাবে বিসিসিআই সচিব জয় শাহের দাবি ছিল, ভারত পাকিস্তানে খেলতে যাবে না। এশিয়া কাপ হবে নিরপেক্ষ মাঠে। জয় শাহের এই বক্তব্য স্ফুলিঙ্গের রূপ নিয়েছিল। পাকিস্তানের প্রাক্তনরা তো বটেই, এমনকী ঠারেঠোরে এদেশের প্রাক্তনরাও জয় শাহের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছিলেন। আপাতত এই সিদ্ধান্ত সরকারের ঘরেই ঠেলা হয়েছে।
এরমধ্যেই ভারত অধিনায়ক রোহিত শর্মার দাবি, বাইরে কথায় কান দেওয়ার সময় নেই তাঁদের। কারণ, রবিবার নতুন ফোকাস নিয়ে মাঠে নামছেন তাঁরা। প্রতিপক্ষ পাকিস্তান, এটাই যথেষ্ঠ। তবে রোহিতদের ফোকাস হয়তো একটু নড়তে পারে ভিক্টোরিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাসে। রবিবার স্থানীয় সময় বিকেলের পর থেকে মেলবোর্নে থাবা বসাতে পারে বৃষ্টি।