T20 বিশ্বকাপে বিরাট অঘটন। মাঠে নয়, মাঠের বাইরে থেকেই এবারের মতো বিশ্বকাপ শেষ পাকিস্তানের। বানভাসি ফ্লোরিডায় আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ পণ্ড হতেই হতাশা নামল পাক শিবিরে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ভারতের সঙ্গে সুপার এইটে আমেরিকা। সৌজন্যে খারাপ আবহাওয়া ও বৃষ্টি।
ছিটকে গেল গতবারের রানার্স পাকিস্তান। শুক্রবার বিশ্বকাপে আমেরিকা ও আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে বাতিল হতেই এবারের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল বাবর আজমদের। আর প্রথমবার T20 বিশ্বকাপ খেলতে এসে সুপার এইটে উঠে এল আমেরিকা।