বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান। রবিবার অ্য়াডিলেডে প্রথমে ব্য়াট করে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্য়াট করতে নেমে ছয় উইকেট হাতে রেখেই ম্য়াচ বার করে নেন বাবর আজমরা। অ্য়াডিলেডে পাকিস্তানের এদিনের জয় আজ থেকে তিরিশ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপকে মনে করিয়ে দেয়। কারণ তিন দশক আগেও বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাওয়ার মুখে গিয়েই সেমিফাইনালে উঠেছিল ইমরান খানের পাকিস্তান। মেলবোর্ন বিশ্ব জয় করেই দেশে ফিরেছিলেন ওয়াসিম আক্রামরা।
তবে এদিন অ্য়াডিলেডে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থেকে গেল। বিশেষ করে বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল হাসানের আউট নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। কারণ রিপ্লেতে দেখা যায় ব্য়াটের কানা ঘেঁষেই বল সাকিবের প্যাডে লেগেছিল। তৃতীয় আম্পায়রের সিদ্ধান্ত আউট হন সাকিব। মূলত বাংলাদেশের অধিনায়ক আউট হয়েই ভেঙে পড়ে বাংলাদেশের ব্য়াটিং শক্তিও। ৪৮ বলে ৫৪ রান করেন নাজিমুল হোসেন।
রানা তাড়া করতে নেমে এদিন আর তেমন কোনও ভুল করেননি পাক অধিনায়ক বাবর আজাম। মহম্মদ রিজওয়ানকে নিয়ে প্রথম উইকেটে ৫৭ রান তোলেন তিনি। ৩৩ বলে ২৫ রান করে রানে ফেরার ইঙ্গিতও দিলেন। রিজওয়ান করেন ৩২ রান। এর পর ম্য়াচ ফিনিশ করলেন মহম্মদ হ্যারিস এবং শান মাসুদ।