হাতে মাত্র ৪৮ ঘণ্টা। এখনও ভিসা পেলেন না পাকিস্তান ক্রিকেটাররা। ২৭ সেপ্টেম্বর ভারতে আসার কথা ছিল পাকিস্তানের ক্রিকেটারদের। ভিসা না পাওয়ায় এখনও অনিশ্চিত বাবরদের ভারতে আসা। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বুধবার সকালে লাহোর থেকে দুবাই যাওয়ার কথা বাবরদের। দুদিন অনুযায়ী করে হায়দরাবাদে আসবেন তাঁরা। রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ পাকিস্তানের। একমাত্র পাকিস্তান বাদে সব দেশের ক্রিকেটাররাই ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছেন। নেদারল্যান্ডস ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে। পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে গোটা ঘটনা আইসিসিকে জানানো হয়েছে।
আরও পড়ুন: 'নামটাই যথেষ্ট...', অশ্বিনের প্রশংসা চাহালের, ভাইরাল টুইট