কোন এমন জিনিস রয়ে গিয়েছে যা অতিমারির পরেও বদালায়নি ? সম্প্রতি এই প্রশ্নই রাখা হয়েছিল বিশ্বজোড়া এক জনমত যাচাই সংস্থার তরফে। তাতে একটি উত্তর দেখে, সবার চোখ এখন কপালে। সেই উত্তর হল বাবর আজমের ব্যাটিং গড়। না প্রাক্তন পাক অধিনায়ককে তাঁর দেশ থেকে এই ভাবে সমালোচনা করা হয়নি। সমালোচনা করা হয়েছে আইসল্যান্ড ক্রিকেট সংস্থার তরফ থেকে। যা আরও বিড়ম্বণার কারণ হয়েছে বাবরের কাছে।
এশিয়া কাপ থেকে বিশ্বকাপ। যেন খরা কাটছে না বাবরের। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে ডাহা ফেল করেছেন। দেশে ফেরার আগেই তাঁর নেতৃত্ব কার্যত কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আইসল্যান্ড ক্রিকেট সংস্থার এই মশকরায় বেজায় চটেছেন বাবর ভক্তরা।
সমাজ মাধ্যমে পাল্টা প্রতিবাদও করেছেন তাঁরা। কিন্তু পাকিস্তানের প্রাক্তনদের দাবি, বিরাটের মতোই বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়াবেন বাবর। ফের রান আসবে তাঁর ব্যাটে।