অবশেষে ভিসা জট কাটল পাকিস্তানের (Pakistan)। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে বুধবার ভারতে আসার কথা তাঁদের। শেষ মুহূর্তে ভিসা হাতে পাবেন বাবররা। সোমবার সমস্যা মিটলেও, মঙ্গলবার ভিসা হাতে পাবেন তাঁরা।
বেশ কিছুদিন ধরেই ভিসা নিয়ে সমস্যায় ভুগছিল পাকিস্তান। ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে দুবাইয়ে দুদিনের প্রস্তুতি শিবির করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এই সমস্যা না মেটায় তাঁরা দুবাই যেতে পারেনি। বুধবার লাহোর থেকে দুবাই হয়ে হায়দরাবাদের আসবে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা আগেও ভিসা পেল না পাকিস্তান, আইসিসি-কে ক্ষোভ উগরে দিল পিসিবি
সোমবারই আইসিসি-র কাছে ভিসা নিয়ে অভিযোগ করে পিসিবি। এরপরই ভিসা সমস্যা মেটে বলে খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পান বাবর আজমরা।