হাইব্রিড মডেলে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পড়শি দেশ পাকিস্তানের মাটিতেই। কারণ একক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চায় পাক ক্রিকেট বোর্ড। আর ভারত সে দেশে গিয়ে না খেললে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের নাম তুলে নেওয়ার হুমকি দিল পিসিবি।
আগামী ১৯ থেকে ২২ জুলাই কলম্বোয় আইসিসি-র বার্ষিক বৈঠক বসবে। ওই বৈঠকে যোগ দেবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এক পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের প্রস্তাব একেবারেই মেনে নেবে না। বরং হাইব্রিড মডেলে খেলা হলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। কারণ ওই বছর বিশ্বকাপের আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হওয়ার কথা। ICC-র নিয়ম অনুযায়ী, বোর্ড মিটিংয়ে প্রত্যেক দেশের সদস্য তাদের সমস্যা তুলে ধরতে পারে। ফলে কোনও সদস্য যদি জানায় আয়োজক দেশে খেলতে যাবে না, সেক্ষেত্রে বিকল্প খুঁজতে হবে ICC-কে। যদিও ভারত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেব তা এখনও জানানো হয়নি BCCI-এর তরফে।