T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২০ রান তাড়া করতে গিয়ে হারতে হয়েছে পাকিস্তানকে। এত কম স্কোরও তাড়া করতে পারেননি পাক ব্যাটাররা। পিচের কারণেই কি হারতে হয়েছে তাঁদের! ম্যাচের পর এই নিয়ে মুখ খুললেন পাক দলের নয়া কোচ গ্যারি কার্স্টেন।
পাক কোচ জানান, ম্যাচের আগে থেকেই তাঁরা পিচ সম্পর্কে সবটাই জানতেন। পিচ দেখে কোনও বিপজ্জনক মনে হয়নি। গ্যারি কার্স্টেন জানান, "কোনও দিক থেকেই পিচকে বিপজ্জনক মনে হয়নি। দু-একটা বল লাফিয়েছে। কিন্তু বেশ কয়েকটি বল নিচু হয়ে গিয়েছে।"
কার্স্টেন জানান, দুটি দলের কাছে ব্যাটিং পরিবেশ একই রকম ছিল। তবে আউটফিল্ড স্লো থাকায়, বড় রান ওঠার সম্ভাবনা ছিল না। এরপরই পাক কোচ জানান, এই লড়াই তাঁর বেশ উপভোগ্য লেগেছে তাঁর।