অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হল টিম ইন্ডিয়াকে। ৪৭ ওভারেই লক্ষ্যপূরণ পাকিস্তান টিমের। গ্রুপ ম্যাচে উদয় সাহারান ব্রিগেডকে টেক্কা পাকিস্তানের।
এদিন দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৫৯ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনার আদর্শ সিং ৬২ রান করেন। ৬০ রান করেন অধিনায়ক উদয় সাহারান। সচিন দাস করেন ৪২ বলে ৫৮ রান। কিন্তু এই রানও পর্যাপ্ত ছিল না।
পাকিস্তানের হয়ে শাহজাইব খান ৬৩ রান করেন। সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে আসেন আজান আওয়াইশ। অধিনায়ক সাদ বাইগ ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন।