বৃষ্টি মাথায় নিয়েই আজ, শনিবার ক্যান্ডিতে হবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার অনেক আগেই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করা দিলেন পাক অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে তা প্রকাশ করেছে। গত নেপাল ম্যাচে যে দল খেলেছিল, ভারতের বিরুদ্ধেও একই দল নিয়ে মাঠে নামছে একদিনের ক্রিকেটে শীর্ষে থাকা পাকিস্তান।
আরও পড়ুন : শনিবার ভারত-পাক মহারণ, হাইভোল্টেজ ম্যাচের আগে কী বললেন রোহিত?
ম্যাচের আগেই অবশ্য বিরাট সম্পর্কে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন পাক অধিনায়ক। বাবর জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনও ভাবে বিরাট কোহলির তুলনা টানা যায় না।
তিনি যখন খেলা শুরু করছেন, তখন বিরাট প্রতিষ্ঠিত। আর বিশ্ব ক্রিকেটে তিনি বিরাটের পরের প্রজন্মের ক্রিকেটার। তাই কোনও ভাবেই বাবর চান না, বিরাটের সঙ্গে তাঁকে এক জায়গায় বসানো হোক।
ক্যান্ডির পিচ সম্পর্কে ওয়াকিবহাল পাক অধিনায়ক। তিনি জানিয়েছেন, গত কয়েক মাসে একাধিকবার তিনি শ্রীলঙ্কায় খেলে গিয়েছেন। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে সুপার ফোরে ওঠার রাস্তায় এগিয়ে রয়েছে পাকিস্তান।